নারী মাদকসেবীসহ তিনজনের দণ্ড

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ২১:০৫

ময়মনসিংহে মাদক সেবনের দায়ে এক নারীসহ তিনজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার বিকালে জেলার ধোবাউড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলার জরিপাপাড়া গ্রামের চাঁনু মিয়াকে তিন মাসের, রহিমা খাতুনকে এক মাসের এবং লাঙ্গলজোড়া গ্রামের হেলাল উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের একটি টিম অভিযান পরিচালনা করে উপরোক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

এদিকে এদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে উপজেলার দুজনই বাজারে ভুয়া পরিচয়ে চিকিৎসা করার দায়ে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা, হার্ডওয়ার ব্যবসায় অনিয়মের দায়ে জামাল উদ্দিনকে ১০ হাজার টাকা এবং আ. মন্নাসকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :