পাহাড়ধসে গেল চার ভাই-বোনসহ পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৯:২৮ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ০৮:৫৬

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের চার শিশু নিহত হয়েছে। এছাড়া রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে নিহত হয়েছে আরও এক শিশু। বুধবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

এবিসি ঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত শিশুরা হলো ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আক্তার (১৪), কাফিয়া আক্তর (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)।

মৃতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও মানুষ ডাকা হয়। পরে স্থানীয়রা ওই চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোরশেদ আলম। ছয় বছর বয়সী মোরশেদ ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শহরে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত হলে আরো পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :