চাচার ইটের আঘাতে ভাতিজা নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৭:৩৯

কিশোরগঞ্জের ভৈরবে চাচার ইটের আঘাতে ভাতিজা আব্দুল হামিদ (৫০) নিহত হন। বুধবার সকালে স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আব্দুল হামিদ মিয়া উপজেলার রসুলপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। নিহতের চাচার নাম হেলাল উদ্দিন।

মৃত্যুর পরপর অভিযোগ পেয়ে তার লাশ পুলিশ উদ্ধার করে আজই থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে কিশোরগঞ্জ পাঠিয়ে দেয়া হয়। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ জুলাই আব্দুল হামিদ তার বাড়িতে গাছ লাগানোর সময় তার চাচা হেলাল উদ্দিন বাধা দেন। এসময় গাছ লাগানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচা ইট দিয়ে তাকে মাথায় আঘাত করেন। এসময় তাকে মুমূর্ষ অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় ১১টি সেলাই দেন। পরে এদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গত ২৩ জুলাই বাজিতপুর থেকে তাকে স্থানীয় আল- শেফা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে আজ সকালে মারা যায়।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, গত বুধবার গাছ লাগানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্য ঝগড়ায় সে গুরুতর আহত হয়। আট দিন পর সে আজ মারা গেছে বলে নিহতের ছেলে অভিযোগ করে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :