রুদ্রপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, দেখামাত্রই গুলি

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৮:৪৪ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৮:০১
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বিজিবি। মঙ্গলবার রাতে রুদ্রপুর সীমান্তের গ্রামবাসীদের সাথে বৈঠক শেষে এ সতর্কতা জারি করে বিজিবি। রাতে সীমান্তে যে কাউকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দেয়া হয়েছে।

কারফিউ জারির পর থেকে রাত ১০টার পরে দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে লোক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

২৪ জুলাই রাতে রুদ্রপুর বিওপির বিজিবির নায়েব সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ জনগণের উদ্দেশ্যে এ ঘোষণা দেন।

বিজিবি জানায়, ভারতের আংরালী সীমান্তে বিএসএফের ওপর বাংলাদেশি গরুর রাখালদের হামলায় বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএসএফ বিষয়টি বিজিবির কাছে কড়া প্রতিবাদ জানালে এ নির্দেশনা জারি করে বিজিবি।

ফলে বুধবার ভারত থেকে এই সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা রাত ১০টার পর ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না।

এদিকে রুদ্রপুর সীমান্তের ওপারে বিএসএফকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা যায়।

২১ বিজিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, বাংলাদেশি গরুর রাখালরা বিএসএফ জোয়ানদের ওপর হামলা চালালে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফের প্রতিবাদে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :