তজুমদ্দিনে উপ-নির্বাচনে নৌকার জয়

লালমোহন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ২১:১৫

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নিবার্চনে বড় ধরনের কোন বিশৃঙ্খলা ছাড়াই বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ফলাফলে ৩৩টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক দেওয়ান (নৌকা) প্রতীকে ৫৯ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাছির হোসেন দুলাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৮৯ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সকাল ৮টা থেকে ভোট কেন্দ্রগুলোতে র‌্যাব, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৫টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩টি কেন্দ্রে ভোটার ছিলেন ৮৫ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৩ হাজার ৮২৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪১ হাজার ৯০৩ জন।

প্রসঙ্গত, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদউল্লাহ জসিম মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :