ফরিদপুরে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ২১:৩৪

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুর জেলার পরিবহণ মালিক, শ্রমিক ও ট্রাফিক পুলিশদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ লাইনস হলরুমে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন, ট্রাফিক সংকেত মেনে চলার আহ্বান জানিয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে বলা হয়, চোখে ঘুম, ওভারলোড, ওভারটেকিং ও বেপোয়ারা গাড়ি চালানো যাবে না।

এ ছাড়া যানবাহন চালানোর সময় মাদকদ্রব্য বা মাদক সেবন অবস্থায় যদি কোনো শ্রমিক গাড়ি চালায় তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার আনিছুজ্জামান, ট্রাফিক পরিদর্শক আমিনুর রহমান, খুরশীদ আলম, সার্জেন্ট নাজমূল হাসান, বাস-মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহিন চৌধুরী, ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :