রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থী’ নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ০৯:১১
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালন হালদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি পূর্ববাংলা কমউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

লালন পাবনার সুজানগর এলাকার জিতেন হালদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার স্লুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে লালন আহত হয়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ওয়ান শুটারগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :