টাঙ্গাইলে গোলাগুলিতে ‘মাদক কারবারি’ নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৩:১৩ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ১১:৪২

টাঙ্গাইলের মধুপুরে মাদক কারবারিদের দুই পক্ষে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যিনি সাবেক ইউপি সদস্য। তার নাম মাসুদ রানা ফরিদ।

শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের শামছুল মন্ডলের ছেলে। তিনি অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। পুলিশের তালিকাভূক্ত এই আসামির বিরুদ্ধে মধুপুর থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, শুক্রবার ভোরে মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক কারবারিদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ শুরু হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঢাকাটাইমস/২৭জুলাই/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :