ফরিদপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের যুগপূর্তি উদযাপন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ১৫:৩৩

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের ১২ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সহযোগিতায় শহরের আলীপুরে শাপলা সড়কে পল্লী প্রগতি সহায়ক সমিতি মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘ফরিদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একযুগ: সফলতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা করা হয়।

মৃধা রেজাউল ও শিপ্রা গোস্বামীর সঞ্চালনায় সেখানে সভাপতিত্ব করেন সনাক ফরিদপুরের সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার।

আলোচনায় অংশ নেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান, প্রফেসর আলতাফ হোসেন, মুজিবুর রহমান, খাদিজা বেগম মনি, মানবেন্দ্র বিশ্বাস, রাসেল মিয়া, অন্তরা ইসলাম প্রমুখ।

এর আগে সকালে সনাক, সজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি কর্মীরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের ১২ বছর পূর্তি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :