টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ২০:০০

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সদ্যঘোষিত গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড থেকে শুরু হয়ে চেরাগআলী বিএনপি অফিসে গিয়ে মিছিলটি শেষ হয়।

গত ১৮ জুলাই গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ার পর থেকে টানা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন সরকার ও গাজীপুর মহানগর ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সাথী।

সালাউদ্দিন সরকার বলেন, সদ্যঘোষিত ছাত্রদল কমিটিতে অনেক যোগ্য কর্মীকে মূল্যায়ন করা হয়নি। অতীতে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কমিটিতে রাখা হলে গাজীপুরের ছাত্রদল আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হতে পারতো। দেশ ও দলের ক্লান্তিলগ্নে গাজীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ মহানগরে কমিটি গঠনের আগে অনেক হিসাব নিকাশ কষতে হয়। কমিটি ঘোষণা করার পূর্বে মাঠ পর্যায়ের জরিপ ও সিনিয়র নেতাদের মতামত নেওয়া উচিত ছিল। তবুও আমরা ভুলে গেলে চলবে না আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে অসুস্থ অবস্থায় বন্দি রয়েছেন।

‘নিজেদের মধ্যে সবধরনের মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’ তাই আজকের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন না করার অনুরোধ জানিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সালাউদ্দিন সরকার।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আমিন, মাসুদ রানা, আব্দুর রহমান বাবু, ফারুক হোসেন, রাসেদুল ইসলাম বাবু, শফিকুর রহমান হিমেল, সোলায়মান কবির, মাহমুদুল হাসান মিরন, টিটু, বাবু, বিপ্লব, নাঈম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭জুলাই/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :