নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই: মনীষা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ২১:২৮

ভোট সুষ্ঠু হওয়া নিয়ে নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করেছেন বরিশাল সিটি করেপোরেশন নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থার জায়গায় আমরা নেই। তারা দৃশ্যমান কিছু কাজ করলেও শক্তিশালী কোনো পদক্ষেপ তারা আমাদের সামনে দেখাতে পারেনি।

শুক্রবার নগরীর নথুল্লাবাদ এলাকায় গনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া আমাদের নেতাকর্মীদের হুমকি হয়রানি তো করেই চলছে ক্ষমতাসীন দলের লোকজন। আমরা থানায় অভিযোগও দিয়েছি। আমাদের মধ্যে যে শংকা রয়েছে সেই শংকা যদি নির্বাচন কমিশন দূর করতে না পারে তাহলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

মনীষা বলেন, ‘আমরা জনগণকে আহ্বান জানিয়েছি জনসম্পৃক্ততার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করার জন্য।’

গণসংযোগকালে মনীষা চক্রবর্তীর সঙ্গে বাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৭জুলাই/টিটি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :