জয়পুরহাটে নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিকদের প্রতিনিধি সভা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ২২:৪০

জয়পুরহাটের কালাইয়ে উত্তর বঙ্গের ১৬ জেলার বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালাই উপজেলা মিলানায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন উত্তর বঙ্গের টিম এর আয়োজন করে।

প্রতিনিধি সভায় কালাই উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলমিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও জেলা বাস-মিনবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন, বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজার রহমান বাবুল, সাধারণ সম্পাদক সিলাজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ট্রাক ও ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশারফ, মটর শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, এক জন শ্রমিক সারা মাস কাজ করে যে বেতন পান, তা দিয়ে তার প্রয়োজনের ৪৭ শতাংশের বেশি মেটানো সম্ভব নয়। বর্তমান বাজারে একজন শ্রমিকের পরিবার পরিজন নিয়ে চলতে তাদের সারা মাসের প্রয়োজন হয় ১৪হাজার থেকে ১৮ হাজার টাকা। অথচ অধিকাংশ শ্রমিক এ টাকা আয় করতে পারেন না।

উত্তর বঙ্গের ১৬ জেলার বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ প্রতিনিধি সভায় অংশ গ্রহণ করেন।

ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :