‘নিরাপদ মৎস্য উৎপাদনের প্রত্যয়’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ১৮:২৯

নিরাপদ মৎস্য উৎপাদনের প্রত্যয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শেষ হলো।

শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও ফরিদপুর মৎস্য বিভাগ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর মূলায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউল হক, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মৎস্য চাষি ফারুকুর রহমান, সমর কুমার মালো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদনে চাষিদের গুণগতমান ঠিক রাখতে হবে। এ ক্ষেত্রে মাছের খাদ্য হিসেবে কোনভাবেই বিষাক্ত খাবার দেয়া যাবে না। এছাড়াও মাছ চাষে রোগমুক্ত পোনা চাষ করতে হবে, যাতে মাছ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং মাছে পুষ্টিগুণ সমৃদ্ধ হবে।

সমাপনী অনুষ্ঠানে মৎস্য মেলায় অংশ নেয়া ১১ জন চাষিকে সম্মাননা স্মারক এবং চারজন সফল মাছ চাষিকে ক্রেস্ট দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :