‘রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন খালেদা’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৯:৫৯ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ১৯:৫২

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। তাকে মুক্তি দিতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। তবে এর জন্য তাকে নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তবেই রাষ্ট্রপতি তার আবেদন গ্রহণ করতে পারবেন।’

শনিবার বিকালে ফরিদপুরে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

জনসভার প্রধান অতিথি খন্দকার মোশাররফ বলেন, ‘২০০৯ সালের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জাতীয় আয় ছিল ৫৩৬ ডলার। আজ নয় বছর পর তা বেড়ে এক হাজার ৭০০ ডলার হয়েছে।’

‘আগামী নির্বাচনে শেখ হাসিনা না জিতলে দেশের প্রবৃদ্ধি কমে যাবে’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাহলে আমাদের মাথাপিছু আয় আবার ৫৩৬ ডলারে নেমে যাবে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘১৯৭৩ সালে ফরিদপুর সদর আসন থেকে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। এরপর ৩৫ বছর পর ২০০৮ সালে আবার আমরা এই আসনে জিতেছি। শেখ হাসিনার নেতৃত্বে ফরিদপুরে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোনো সময়ে হয়নি। এজন্য আগামীতে কোনো নির্বাচনেই ফরিদপুর-৩ (সদর) আসনে হারবে না আওয়ামী লীগ।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সমর্থন ছাড়া এই উন্নয়ন আমার পক্ষে করা সম্ভব ছিল না। এজন্য আগামী ডিসেম্বরের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী না জিতলে তা হবে শেখ হাসিনার সঙ্গে নিমকহারামি এবং আমরা আমাদের বিবেকের কাছে এর জন্য দায়বদ্ধ থাকব।’

মন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তবে আজ যে জনসমাগম হয়েছে তাতে আমি আশাবাদী আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’

মন্ত্রী বলেন, নির্বাচনের পর ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করে দিলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধর্ণা দেবেন বলেও জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওসার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :