ফরিদপুরে পুলিশের মাদকবিরোধী পোস্টারিং

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৩:৫৯

মাদকের ভয়াবহতা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ফরিদপুর শহরে মাদকবিরোধী পোস্টারিং করলেন জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

রবিবার দুপুরে জেলা শহরের ব্যস্ততম জনতা ব্যাংক মোড়ে তিনি এই পোস্টারিংয়ের উদ্বোধন করেন।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, গোলাম মোস্তফা, কোতয়ালি থানার ওসি এএফএ নাসিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে জেলাব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, আমরা জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইতিপূর্বে লিফলেট বিতরণ করেছি। মাদক কারবারি ও মাদকসেবীদের লাল কার্ড দেখানো কর্মসূচি পালন করা হয়েছে। এখন আরো বেশি মানুষকে মাদকের ভয়াবহতা বিষয়ে সচেতন করতে পাঁচ হাজারের অধিক পোস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই- সমাজ থেকে মাদককে সকলেই এক যোগে না বলুক।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :