ভৈরবে শহীদ আইভি স্টেডিয়ামের ভূমি উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৪:৪৯

কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের ভূমি উদ্ধার করলেন পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।

রবিবার সকাল ৯টায় অবৈধভাবে দখলকৃত প্রায় এক একর জায়গায় অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি ও বিল্ডিং উচ্ছেদ করা হয়। স্টেডিয়ামের ভূমিতে চারটি পাঁচ তলা বিল্ডিং ও চারটি নির্মাণাধীন ঘর ভেঙে ভূমি দখল নেন পৌর কর্তৃপক্ষ।

পৌর মেয়রের নেতৃত্বে যখন অবৈধ দখলকৃত ভূমি উদ্ধারের জন্য উচ্ছেদ করতে গেলে দখলবাজরা নিজেই তাদের বিল্ডিং ও ঘরগুলো ভেঙে জায়গা খালি করে দেয়।

পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ বলেন, স্টেডিয়ামে ভূমিটি খালি পেয়ে দীর্ঘদিন ধরে দখলবাজরা ভূমিতে পাঁচতলা বিল্ডিংসহ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। দখলদারদেরকে বারবার নোটিশ দেয়া হলেও তারা জায়গাটি খালি না করায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :