চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৩:২৯

সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই, অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা।

সোমবার ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে একটি র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম-আস-সাকীবের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা আসলাম মজুমদার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১৮টি স্টল বিশিষ্ট এ বৃক্ষমেলা চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :