হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪২

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত শিক্ষক ড. রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্তকৃত শিক্ষক রমজান আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেষ্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক।

এদিকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত শিক্ষক ড. রমজান আলীর শাস্তি দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক ড. রমজান আলীসহ অন্য অভিযুক্ত শিক্ষকদেরও বিচারের দাবি করে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক ড. রমজান আলীকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত পত্র সোমবার সকালে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.শফিউল আলম।

এর আগে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম বেশ কয়েকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।

প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় অভিযোগ করেন গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ওপর যৌন হয়রানির অভিযোগ ওঠে।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন, অবস্থান ও কুশপুত্তলিকা দাহ করেছে। বর্তমানে একজন শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হলেও আরও দুইজন রয়েছে ধোরা-ছোঁয়ার বাইরে।

একই অভিযোগ করেছেন, ফোরামের সদস্য প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, প্রফেসর ড. আনিস খান, প্রফেসর ড. সাইফুর রহমান, প্রফেসর ড. নিজামউদ্দিনসহ সাধারণ শিক্ষার্থীরাও।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :