২১ আগস্টের মামলায় পিন্টুর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৬:৫৭

২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলার মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।

সোমবার মামলাটিতে আসামি বিএনপি দলীয় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পক্ষে পঞ্চম দিন যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এসএম শাহজাহান।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের এ মামলার অস্থায়ী ট্রাইব্যুনালে এ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এদিন শেষ হয়।

ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আসামি পক্ষের এ যুক্তি রেকর্ড করেন।

মামলাটিতে ৩১ জুলাই এবং ১ আগস্ট পরবর্তী যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। এর আগে ওই আসামির পক্ষে চার দিন যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মো. রফিকুল ইসলাম তারা।

মামলাটিতে ওই আসামির পর শুধু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তি উপস্থাপন করা হলে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ হবে। এরপরই ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবেন।

সোমবার যুক্তি উপস্থাপনে আইনজীবী এস.এম শাহজাহান তার মক্কেল পিন্টুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ সাক্ষ্য দ্বারা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেননি বলে দাবি করেন। তিনি যুক্তি উপস্থাপনের সময় উচ্চ আদালতের বিভিন্ন নজির উপস্থাপন করেন।

এদিকে এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চলতি আগস্ট মাসের মধ্যে এ মামলার বিচার নিষ্পত্তি হবে আশা প্রকাশ করেছেন।

এ মামলার প্রসিকিউশনের অন্যতম সদস্য আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল জানান, মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে তিনজন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। এখন ৪৯ আসামির বিচার চলছে। ১৮ জন পলাতক। আসামিদের মধ্যে ৪৫ জনের যুক্তিতর্ক পেশ হবে। ইতোমধ্যে ৪৩ জনের যুক্তিতর্ক শেষ হয়ে ৪৪তম জনের পক্ষে চলমান রয়েছে।

রাষ্ট্রপক্ষ মামলাটিতে ২৫ কার্যদিবস যুক্তি উপস্থাপনের পর গত ১ জানুয়ারি তা শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৮ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ সরকারি কর্মকর্তার সাত বছর কারাদণ্ড দাবি করেন। এরপর সোমবার পর্যন্ত আসামি পক্ষ ৭৭টি ধার্য তারিখ যুক্তি উপস্থাপন করেছেন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিত নেতাকর্মী।

এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক তিনটি এজাহার দায়ের করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :