আখাউড়ায় আট মাদকসেবীর কারাদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৮:১৭

ব্রাহ্মমণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে আটজন মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। পৌর শহরের দুর্গাপুর এলাকায় রবিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে এবং ভৈরব র‌্যাবের সহযোগিতায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এ অভিযানের সময় নিজ হেফাজতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে আটজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জিল হোসেন, কামাল হোসেন, আবুল হেসেন, ইমরান ও নুর ইসলাম, জুম্মন হোসেন, নিরব, আসাদুজ্জামান।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান বলেন, মাদক সেবনের দায়ে আটজনকে সাজা দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :