মির্জাপুরে ভাতা উৎসব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৯:০১

টাঙ্গাইলের মির্জাপুরে বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতার বই বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে ভাতা উৎসবের আয়োজন করে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা উৎসবের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ভাতা উৎসবে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সমাজসেবা অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩৬১ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকতা খাইরুল ইসলাম জানান।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :