সিলেটে আ.লীগ ৭০৮৯৪ বিএনপি ৬৯৬৭৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
| আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৪৬ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৯:৪৫

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলছে। সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, এখন পর্যন্ত সিলেটে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রের ফল জানা গেছে। তাতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৭০ হাজার ৮৯৪ ভোট এবং ধানের শীষে বিএনপির আরিফুল হক পেয়েছেন ৬৯ হাজার ৬৭৩ ভোট।

ভোট গণনা চলছে। নানা মাধ্যমে প্রার্থীদের কাছে বিভিন্ন কেন্দ্রের ফল আসছে। তারা তা নিজ উদ্যোগে প্রচার করছেন। এ ছাড়া তিনি সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারাও কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে।

আজ সোমবার সকাল আটটা থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোট নেয়া হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর‌্যন্ত।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই প্রতিবেদনে আপাতত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোটের তথ্য জানানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :