‘কিছু মাদক ব্যবসায়ীর কারণে সমাজ নষ্ট হতে পারে না’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৯:৪৫

‘কিছু মাদক ব্যবসায়ী ও সেবীদের কারণে গোটা সমাজ নষ্ট হতে পারে না।’ তাদের বিরুদ্ধে সকলকেই সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সিভিল ব্রিগেড উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে মাদকবিরোধী শপথ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের দুই সহস্রাধিক ব্যক্তি।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বলেন, দেশকে মাদকমুক্ত করতে না পারলে ১৯৭১ সালে যে স্বপ্ন বুকে নিয়ে আমাদের অগ্রজরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন- সে স্বপ্ন বাস্তবায়িত হবে না। অল্পকিছ মানুষের জন্য দেশের উন্নয়ন ব্যাহত হোক- তা আমরা মেনে নিতে পারি না।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মাদকমুক্ত সমাজ দিতে চাই। এ জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে মাদকে না বলতে হবে।

সমাবেশে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অভিক সাহা, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও মাদক থেকে ফিরে আসা ৩৫ বছর বয়সী এক ব্যক্তি।

বেলা ১১টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

ওই অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলায় পদ্মা সেতুর রেল প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত একশ ব্যক্তিকে সাড়ে সাত কোটি টাকার চেক প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :