ভাঙ্গায় বৃক্ষ মেলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২০:৫০

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

সোমবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের পরম বন্ধু। ফলদ গাছ আরও বেশি উপকারী বন্ধু। ফলদ গাছ প্রকৃতির ভারসাম্য রাখার পাশাপাশি ফলের যোগান দিয়ে আমাদের পুষ্টির চাহিদা মেটায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে ফলদ চারা বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :