সাতক্ষীরা-৩: ইসির গেজেট নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২১:০১
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন সাতক্ষীরা-৩ আসনের অন্তর্ভুক্ত করে গত ৩০ এপ্রিল জারি করা নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও সাতক্ষীরা জেলা প্রশাসকসহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য শামসুজ্জামান, নলতা ইউনিয়নের সদস্য খোদেজা খাতুনসহ ১৯ জনের করা এক রিট আবেদনে এ রুল জারি করা হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন শেখ হাবিব-উল আলম।

আইনজীবী শেখ হাবিব-উল আলম জানান, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সীমানা নির্ধারণ করে গত ১৪ মার্চ গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এই আসন বজায় রাখতে এলাকাবাসী ৯ এপ্রিল ইসিকে লিখিত মতামত দেয়। এই মতামত পাওয়ার পর ইসি গত ২৩ এপ্রিল শুনানি করে। পরবর্তী সময়ে কালিগঞ্জ উপজেলার চামপাফুল, ভাড়াশিমলা, তিন তারালি ও নলতা-এই চারটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করে সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনর্গঠন করে গেজেট জারি করে ইসি। এর আগে সাতক্ষীরা-৩ আসন ছিল আশাশুনি ও দেবহাটা উপজেলা নিয়ে। এই সীমানা পুনর্গঠনের কারণে রিট আবেদন করা হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএ‌বি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :