অপোর বড় ডিসপ্লের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতেবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ১৬:২৮

দেশের বাজারে অপো আনছে বড় ডিসপ্লের ফোন। মডেল এ থ্রি এস। এই মডেলটি অপোর সর্বশেষ মধ্যম-মানের স্মার্টফোন। এতে থাকছে ডুয়েল ক্যামেরা।

ফোনটিতে ‘সুপার ফুল স্ক্রিন’ নচ ডিসপ্লে রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৮%। এতে আছে ৪২৩০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ব্যাটারি।

২ জিবি র‌্যাম ও ১৬ জিবির এই ফোনটি অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে অপোর নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওএস ৫.১।

স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে থাকছে ১৩ ও ২ মেগাপিক্সেলের সেটআপ। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

অপোর অন্যান্য মডেলের মতো এ থ্রি এস ক্যামেরায় আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি ফিচার রয়েছে।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। এই স্মার্টফোনটিতে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট এবং ডাটা সিঙ্কসহ সব ধরণের সংযোগ অপশন আছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :