বঙ্গবন্ধু হাইটেক থেকে আইওটি ডিভাইস রপ্তানি শুরু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২২:৫৬ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ২২:২৫

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে থেকে পানি সরবরাহ সমস্যা নিরসনে ব্যবহৃত একটি আইওটিভিত্তিক ডিভাইস রফতানি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তথ্য ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডাটা সফট ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি ইনকর্পোরেশনের ওই ডিভাইস রপ্তাানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশ যা চিন্তাও করতে পারছে না, আমরা তা রপ্তানি করতে পারছি। এটা আমাদের জন্য একটা আনন্দের সংবাদ।’

মন্ত্রী আরও বলেন, তৃতীয় শিল্পবিপ্লবের পরিবর্তে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে নজর দিচ্ছে সরকার, যা ডিজিটাল ডিভাইস তৈরিতে কাজে আসবে। এ জন্য সরকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে।

কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই টেক সিটিতে ডাটাসফট ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান মাহবুব জামান প্রথমবারে ডাটা সফট ডিভাইসটি স্যাক আল ভাতানিয়ার সিইও মোহাম্মদ সালেম বিন মাহফুজের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :