ভৈরবে এসএসপির লাথিতে হকার আহতের ঘটনায় তদন্ত কমিটি

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ০০:১৫

কিশোরগঞ্জের ভৈরবে সহকারী পুলিশ সুপারের (এসএসপি) লাথিতে হকার আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করে।

জানা যায়, গতকাল সোমবার দুপুরে ভৈরব সার্কেলের এএসপি এ কে এম কামরুল ইসলাম তার অফিসের সামনে আচার বিক্রেতা হকার সাদেক মিয়াকে (৫৫) লাথি মেরে গুরুতর আহত করেন। পরে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

এ খবর আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলামকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে একমাত্র সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘ডিআইজির নির্দেশে পুলিশ সুপার ঘটনাটি তদন্তের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।’ কাল বুধবার ভৈরবে এসে তিনি ঘটনা তদন্ত শুরু করবেন বলে জানান।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ মোবাইল ফোনে ঢাকাটাইমসকে জানান, ‘ঘটনাটি তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর সত্য-মিথ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তিনি।

(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :