পার্কে গোপন বৈঠককালে ১৭ জামায়াত-শিবিরকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৮:৩০ | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ০৮:২৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনামসজিদ গৌড় পার্ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিন (৫৬) ও আব্দুস সালাম (৩২), ভোলাহাট উপজেলার শরিফুল ইসলাম (৫০), ইউসুফ আলী (২০), মজিবুর রহমান (৬২), হায়দার আলী (৩৮), মোহাম্মদ আলি মর্তুজা (৪০), নাইম আলী (৪০), জালাল উদ্দিন (৩০), তোবজুল ইসলাম (৫০), হাবিবুর রহমান (৪৮), নাসির উদ্দিন (২৪), আতিকুল ইসলাম (২৫), মনিরুল ইসলাম (৩০), আলতাফুর রহমান (৪০), বাইতুল্লাহ, (৩০) ও হানজালা (৫৫)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো. মশিউর রহামান জানান, বনভোজনের নামে সোনা মসজিদ গৌড় পার্কে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখানে থেকে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার জামায়াত-শিবিরের প্রায় ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আটকদের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :