বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৫:৩০

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

সভায়, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্ন, শোভাবর্ধন, নিরাপত্তা ও সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় বজ্র নিরোধক যন্ত্র বসানোসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও আওয়ামী লীগ ও গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :