নেত্রকোণায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৭:২২

নেত্রকোণার কেন্দুয়ায় রিপন মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে আদালতে আসামিদের উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়া, বাবুল মিয়া ও রাসেল মিয়া।

জেলা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, রামচন্দ্রপুর গ্রামের যুবক রিপন মিয়া প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন গ্রামের এক মেয়েকে। এই বিয়ে মেনে নেয়নি মেয়ে পক্ষ। এর জের ধরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে গ্রামের একটি রাইস মিলের সামনে আসামিরা রিপন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে রিপন মিয়ার বড়ভাই সাফুল আলম তপন বাদি হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেয়।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :