রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ২১:৩০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রাম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আবু দাউদ কানন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক আবু দাইদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা বাহিনীর সদস্য। তিনি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের আশরাফ মাঝির ছেলে।

বুধবার দুপুরে পাংশার সেনগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, গোপন সংবাদে দুপুরে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে আবু দাউদ কাননকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চরমপন্থী আবু দাউদ কাননের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :