চট্টগ্রামে আইনজীবীর স্ত্রী হত্যায় মায়ের মামলা

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৮, ১৮:৪৬

চট্টগ্রাম আদালতের আইনজীবী এহতেশামুল পারভেজ সিদ্দিকী জুয়েলের স্ত্রী বিবি রহিমা (২৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার চান্দগাঁও থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা বেদুরা বেগম।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল বশর বলেন, নিহতের মা বেদুরা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।

এখনও হত্যার কোনো রহস্য উদঘাটন হয়নি জানিয়ে ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবুল বশর বলেন, পুলিশের বিভিন্ন সংস্থা এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

বুধবার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম আদালতের আইনজীবী এহতেশামুল পারভেজ সিদ্দিকী জুয়েলের স্ত্রী বিবি রহিমার হাত-বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। বিবি রহিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনার সময় রহিমার সঙ্গে তার ২ বছর ৯ মাস বয়সী শিশুসন্তান হৃদি ছিল। মাকে হত্যার পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী মেয়ে হৃদি।

ওসি আবুল বশর জানিয়েছিলেন, বিবি রহিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধারের সময় তার হাত পেছন থেকে বাঁধা ছিল। গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় আটক আরিফ ও ইয়াছিন নামে দুজন পুলিশ হেফাজতে আছেন বলে জানান ওসি।

ঢাকাটাইমস/২আগস্ট/জেজে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :