আসুন ট্রাফিক আইন শিখি

আশরাফুল আলম খোকন
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ১২:২৬

আন্দোলনটা এখন শিক্ষার্থী হত্যার বিচারের আন্দোলন থেকে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ এর দিকে চলে গেছে। বুঝাই যাচ্ছে ট্রাফিক সিস্টেম নিয়ে মানুষের ক্ষোভ অনেক, থাকাটাও স্বাভাবিক। শিক্ষার্থীরা লোকজনকে ট্রাফিক আইন শিখাচ্ছে। খুব ভালো ......

আমাদের শিক্ষা শুরু হয় ঘর থেকে। আসেন ট্রাফিক রুল বাসা থেকেই শিখি। তাহলে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট করে, বৃষ্টিতে ভিজে ট্রাফিক রুল শিখতে হবে না। সেই ক্ষেত্রে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বাসায় বসেই বাবা, মা, ভাই-বোন এবং বাড়ির ড্রাইভারকে ট্রাফিক রুলস শিখতে পারে। নিজেরও কষ্ট করার দরকার নাই, পাবলিককেও কষ্ট দেয়ার দরকার নাই।

রাস্তায় বেশি দিন লাইসেন্স চেক করা যদি অভ্যাসে পরিণত হয় কোনদিন দেখবেন আরও অনেক সার্টফিকেট চাইবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে । এতো উৎসাহিত হইয়েন না। বাচ্চাটা কিন্তু আপনার .....

নোট:- এক কিলোমিটার জায়গার মধ্যে এক হাজার লোক ট্রাফিক নিয়ন্ত্রণ করলে, ওই ট্রাফিক আলিফ হবেই।

লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :