প্রিয়ডটকমের অফিসে হামলা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ২৩:১৮

অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের অফিসে হামলা করে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তারা পত্রিকাটির সাংবাদিক প্রদীপ দাসকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৭/এ, কেএফসির বিপরীত পাশে পত্রিকাটির অফিসে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মানববন্ধনে বাধা দেয় একদল দুর্বৃত্ত। এসময় প্রিয়ডটকমের সংবাদকর্মী প্রদীপ দাস ঘটনার ছবি তুলতে যান। বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

প্রিয়ডটকমের হেড অব নিউজ রফিকুল রঞ্জু তখন প্রদীপকে উদ্ধার করতে যান। তখন দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেন। পরে রফিকুল রঞ্জু ও প্রদীপ দাস দৌড়ে অফিসে প্রবেশ করেন। তখন দুর্বৃত্তরা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ বিষয়ে প্রিয়ডটকমের হেড অব নিউজ রফিকুল রঞ্জু ঢাকাটাইমসকে বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে ইউল্যাব ক্যম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এমন সময় আমাদের একজন রিপোর্টার পাশের দোকানেই চা খাচ্ছিল। এসময় হট্টগোল দেখার জন্য এগিয়ে যেয়ে মোবাইল বের করলে কিছু ছেলে আমাদের রিপোর্টারকে ধরছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই দুর্বৃত্ত পেটানো শুরু করে’

‘ আমি দূর থেকে দেখে এগিয়ে গেলে তখন তারা আমার ওপর হামলার জন্য এগিয়ে এলে আমি অফিসে ঢুকে যায়। এসময় তারা অফিসের ফন্ট ডেস্ক ও গ্লাস ভেঙে ফেলে। সাথে সাথে সব দরজা বন্ধ না করে দিলে হয়তো তারা অফিসের ভেতরেও হামলা চালাতো।

ঘটনার পর পরই ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য প্রিয়ডটকমের অফিস পরিদর্শন করেন এবং তিনি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন দোষীদের বিচারের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঢাকাটাইমসকে বলেন, ‘ঘটনাটির বিষয় নিয়ে প্রত্রিকাটির হেড অব অপারেশন নাজমুস সাকিব একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

ঢাকাটাইমস/০৩আগস্ট/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :