নরসিংদীতে পিকআপ চাপায় কলেজছাত্র নিহত

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৫:৩৯ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৩২

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুটি বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে পিকআপ ভ্যানের চাপায় হাজী আসমত কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ভৈরবের হাজী আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এবং উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে।

শনিবার সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুটি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়াও দুর্ঘটনায় হাজী আসমত কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ ও সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভৈরব হাজী আসমত কলেজে যাওয়ার জন্য আবদুল্লাহ নীলকুটি বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় ইটাখোলা থেকে ভৈরবগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে আব্দুল্লাহ মারা যা। শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :