সরকার দাবি মেনেছে, তোমরা ঘরে ফিরে যাও: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৫৩

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ছোট ছোট শিক্ষার্থীরা তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের দাবি মেনে নিয়েছে সরকার। আন্দোলনের নয় দফা দাবি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা। তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তোমাদের কাছ থেকে বড়দের শিক্ষা নেওয়া উচিত। আর যাপিত জীবনের সমস্যা সমাধানে সরকার তৎপর সেক্ষেত্রে শেখ হাসিনাকে দোষারোপ করা সঠিক নয়।’

শনিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স প্রদান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

‘অপেক্ষা করুন গণবিস্ফোরণ ঘটবে’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘বিএনপি বুঝতেই চাচ্ছে না যে, শেখ হাসিনার সরকার এ সমস্যা সমাধান করে ফেলেছে। সমাধান করা সমস্যা নিয়ে তারা আবার তালগোল পাকাতে চাচ্ছে। এসব করে লাভ হবে না, এভাবে রাজনৈতিক আন্দোলন হয় না।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক সমস্যা সমাধানের কোনো প্রস্তাব নেই। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুনের দায়ে বিচারাধীন আসামি তারেক রহমানসহ অপরাধীদের পক্ষে ওকালতি করা ছাড়া আর কোনো মাথাব্যথা বিএনপির নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা এস.এম জামাল, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম হোসেন ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :