ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৯:৫১

গাজীপুরের শ্রীপুরে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে কারখানা শ্রমিকরা। পরে প্রশাসনের সহায়তায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

শনিবার বেলা সাড়ে ১১টা হতে একটা পর্যন্ত পৌর এলাকার বেরাইদেরচালা গ্রামের এস কিউ সেলসিয়াস নামক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার বিভিন্ন বিভাগের কর্মরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে এই কারখানায় তারা কর্মরত থাকলেও কারখানায় কোনো ধরনের নিয়ম-কানুন মানা হয় না। উপরন্তু প্রতিনিয়ত তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেরও তাদের কাজ করা বাধ্যতামূলক এসব বিষয়ের ক্ষোভ থেকে তারা আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেন।

এছাড়াও কারখানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় গতকাল শুক্রবার সুইং অপারেটর শফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয় পরে শনিবার সকালে তার মৃত্যুর সংবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা। তাদের দাবি ছিল, শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমিকদের কাজ করানো, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখা, কোনো শ্রমিকের মৃত্যুর পর তার যথাযথ আনুতাষিক পরিশোধ করা ও কারখানার সামনে নিরাপদে মহাসড়ক পারাপারের ব্যবস্থা গ্রহণ। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, দীর্ঘ দেড় ঘণ্টা যাবৎ মহাসড়ক শ্রমিকরা অবরোধ করায় সড়কের উভয় পাশের দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে , শ্রীপুর থানা ও শিল্পপুলিশের সমন্বয়ে একটি দল কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে যায়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মহাসড়কে দুর্ঘটনায় এক সহকর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ করে, এছাড়াও তাদের কিছু দাবি ছিল পরে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়। তবে এতে কোনো ধরনের ভাঙচুর বা কেউ আহত হয়নি।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :