রানার মোটরসাইকেলের দাম কমলো

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০৯:৫৫ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ০৯:৪৬

বিভিন্ন মডেলের মোটরসাইকেলের দাম কমালো রানার মোটরস লিমিটেড। ঈদ উল আজহা উপলক্ষে এক অফারের মাধ্যমে সব কটি মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। স্টক থাকা পর্যন্ত এই অফারটি চলবে।

রানারের ফ্লাগশিপ বাইক ১৫০ সিসির নাইট রাইডার এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৪৪ হাজার টাকায়। এর পূর্বের মূল্য ছিল ১ লাখ ৫৬ হাজার টাকা।

১২৫ সিসির বুলেট পাওয়া যাচ্ছে এখন ১ লাখ ১৮ হাজার টাকায়। এই বাইকটির আগের দাম ছিল ১ লাখ ৩০ হাজার টাকা।

রানারের স্কুটি কাইট প্লাসের দাম ৯১ হাজার টাকা থেকে কমিয়ে ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

রানারের এক্সিকিউটিভ বাইক রয়েল প্লাস এখন বিক্রি হচ্ছে ৯১ হাজার টাকায়। বাইকটির আগের দাম ছিল ১ লাখ ১ হাজার টাকা।

১০০ সিসির বুলেটের দাম কমেছে ১০ হাজার টাকা। এটি এখন পাওয়া যাচ্ছে। ৯৫ হাজার টাকায়।

রানার এফ১০০-৬এ মডেলের মোটরসাইকেলটি এখন বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকায়। এর আগের দাম ছিল ৮৮ হাজার টাকা।

রানার চিতারও দাম কমেছে। বাইকটিতে ১০ হাজার টাকা ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে ৭৯ হাজার টাকায়।

রানারের ৮০ সিসির জনপ্রিয় বাইক এডি ৮০এস ডিলাক্স মডেলের বাইকটির আগের দাম ছিল ৮৫ হাজার টাকা। এটি এখন পাওয়া যাচ্ছে ৬৯ হাজার টাকায়।

৮০ সিসির আরেকটি মডেল এডি৮০এস অ্যালয়ের বর্তমান দাম ৬৭ হাজার টাকা। বাইকটির আগের দাম ছিল ৮৩ হাজার টাকা।

রানারের এন্ট্রি লেভেলের বাইক আরটিতে মূল্য ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ৬৪ হাজার টাকা থেকে কমে এটি এখন বিক্রি হচ্ছে ৫৯ হাজার টাকায়।

রানারের সকল বাইক কিস্তিতে কেনার সুযোগ আছে।

বিস্তারিত জানতে রানারের ওয়েবসাইট ভিজিট করুন।

ওয়েবসাইটঃ www.runnerbd.com

(ঢাকাটাইমস/৫আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :