বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ১৩:৪৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীন হোসেন হাওলাদার (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওইদিন বিকালে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত নবীন হোসেন উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আব্দুল হালিম হাওলাদারের ছেলে।

রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মুনিরুজ্জামান বলেন, মসজিদের জলছাদ নির্মাণের কাজ চলছিল। শনিবার বিকাল ৫টার দিকে ওই কাজের সময় ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জাড়িয়ে গুরুতর আহন হন নবীন হোসেন।

এসময় তার শরীরে আগুন ধরে যায়। দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসলাম হোসেন জমাদ্দার বলেন, গুরুতর আহত অবস্থায় নবীন হোসেনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের প্রায় ৮০ ভাগই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নবীর হোসেন নামে ওই যুবকের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :