ফিচার ফোন আনলো শাওমি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১১:৫৬ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ১৪:৩৪

এই প্রথম ফিচার ফোন আনলো চীনের রাইজিং স্টার শাওমি। ফোনটির নাম ‘কিন’। আন্তর্জাতিক বাজারে এর দাম ৩০ ডলার। ফিচার ফোন হলে কি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফোরজি রেডিও ফিচার রয়েছে।

একটি ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করে ফোনটি তৈরি করা হয়েছে। এই ফোন তৈরিতে বিনিয়োগ করেছে ২৩ হাজার মানুষ। ফোনটি কেনার জন্য ইতোমধ্যে কয়েক মিলিয়ন ক্রেতা প্রি-অর্ডার করেছে।

শাওমির এই ফিচার ফোনে রয়েছে ২.৮ ইঞ্চির কালার ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০ পিক্সেল। ফোনটির পুরুত্ব ১৩২x৫৩.৮x৮.৫ মিলিমিটার। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের জন্য ডিভাইসটিতে ডুয়েল স্লট রয়েছে।

এতে মিডিয়াটেক এমটি৬২৬০এ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে আরপিএম৭ সিপিইউ। এতে ৮ মেগাবাইট র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে।

কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ। এটি নিউক্লিয়াস অপারেটিং সিস্টেম চালিত। ব্যাকআপের জন্য ফোনটিতে ১৪৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা