বরিশালে বাস চলাচল স্বাভাবিক

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১১:৩৪

বরিশাল-থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী মিনিবাস টার্মিনাল থেকে যথারীতি বাস চলাচল শুরু হয়। তবে দুরপাল্লার বাসের যাত্রীদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি।

অভ্যন্তরীণ রুটে আগের মতোই সকাল থেকে যাত্রী হচ্ছে বলে জানিয়েছেন বাস কাউন্টারের লোকজন।

বরিশালের নথুল্লাবাদের সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আনিসুর রহমান জানান, সকাল থেকেই ঢাকাগামী বাসগুলো যাত্রী নিয়ে রওয়ানা দেয়ার জন্য টার্মিনালে প্রস্তুতি নিয়েছে। তবে যাত্রীদের সংখ্যা অনেকটাই কম থাকায় সকাল ৮ টার আগে কোনো গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে ৮ টার পরে বেশকয়েকটি পরিবহন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

একই অবস্থা রাজশাহী, যশোর, বেনাপোলসহ বিভিন্ন রুটের পরিবহনগুলোতেও। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীচাপ বাড়বে বলে আশা করছেন পরিবহন শ্রমিকরা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/টিটি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :