নিরাপদ সড়কের দাবিতে ইতালিতে মানববন্ধন

ইউরোপ ব্যুরো প্রধানক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৩৯

বাংলাদেশের 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের পক্ষে উচ্চকিত হয়েছেন প্রবাসীরা। আন্দোলনে সংহতি জানিয়ে ইতালির বোলোনিয়া শহরে রবিবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছোট ছোট শিশুরা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে বড়দের সাথে এককাতারে দাঁড়ায়।

প্রতিবাদ সভায় বক্তারা সরকারের কাছে ছাত্রদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন, ছাত্রদের নিপীড়ন বন্ধ করা ও নৌমন্ত্রী শাজাহান খানকে অব্যাহতি দিয়ে ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের ঘরে ফেরার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

একই সঙ্গে এ আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে ‘জলঘোলা করার রাজনীতি’ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ঢাকাটাইমস/০৬আগস্ট/কেকে/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :