নতুন আইনে শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৪৮
ফাইল ছবি

সড়ক পরিবহন আইনের অনুমোদন হওয়া খসড়ায় শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে দাবি করছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, ইচ্ছাকৃত দুর্ঘটনায় চালক বা সংশ্লিষ্টদের যে শাস্তির দাবি শিক্ষার্থীরা করে আসছে তার সবটাই এ আইনে রয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে নিজ দপ্তরে বহুল আলোচিত আইনটির অনুমোদন হওয়া খসড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন মন্ত্রী।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই ছাত্রের মৃত্যুর পর দিন থেকে নিরাপদ সড়কের দাবিতে শুরু হওয়া আন্দোলনে যে নয় দফা দাবি ছিল তার প্রথমেই ছিল বেপরোয়া চালকের ফাঁসির দাবি।

তবে অনুমোদন হওয়া খড়সায় বেপরোয়া চালক বা অবহেলায় মৃত্যুর সর্বোচ্চ সাজা নির্ধারণ করা হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানা।

অবশ্য শর্তসাপেক্ষে মৃত্যুদণ্ডের কথাও বলা আছে আইনে। যদি চালক কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেন, তাহলে এই সাজা হবে। আর পুলিশের তদন্তে প্রমাণ হলেই ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় বিচার হবে।

এই বিষয়টির উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, ‘রাজধানীতে সম্প্রতি বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলার পুলিশ তদন্তের প্রতিবেদন পাওয়ার সাথে সাথে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যূনালে স্থানান্তরের দায়িত্ব আমাদের।’

‘ড্রাইভিং প্রশিক্ষণ থেকে শুরু করে সড়ক ব্যবস্থাপনা পর্যন্ত সবগুলো বিষয়ের সাথে সমন্বয় রেখে যা যা প্রয়োজন তা এ আইনে যুক্ত আছে।’

‘চালক সমিতি, মালিক ও সরকারের প্রতিনিধি নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করার নির্দেশনা রয়েছে এ আইনে। এ ট্রাস্টি বোর্ডের কাজ হবে তহবিল তৈরি করা। দুর্ঘটনা ঘটলে ইন্সুরেন্সের সমস্যা সমাধানে যে সময় লাগে সেই সময়ে দ্রুত সময়ের মধ্যে উক্ত তহবিল থেকে দ্রুত সহযোগিতার ব্যবস্থা করতে পারবে।’

মন্ত্রী বলেন, ‘মোটরযান নির্মাণ, যন্ত্রপাতি বিন্যাস, ওজনসীমা নির্ধারণ এবং পরিবেশ দূষণসহ বেশকিছু ইস্যুতে এখানে ব্যবস্থা রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ, চিকিৎসা ও বিমা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত নির্দেশনা রাখা হয়েছে এ আইনে।’

‘একটা অপরাধে এক পয়েন্ট কাটা যাবে চালকের। এভাবে ১২ পয়েন্ট কাটা গেলে তাকে আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এ অত্যাধুনিক ব্যবস্থা আগে আমাদের দেশে ছিল না। এটা এবার এ আইনে যুক্ত করা হয়েছে। এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার বিষয়ে এবং মোটযানের রেজিস্ট্রেশনসহ যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা রয়েছে।’

ঢাকাটাইমস/০৬আগস্ট/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :