জাবালে নুরের চালকের বিচার ‘৩০২ ধারায়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৯:৩৩ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৯:২২

সড়ক দুর্ঘটনায় অবহেলাজনিত মৃত্যু নয়, ইচ্ছাকৃত হত্যার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় বিচার হবে জাবালে নুর পরিবহনের সেই চালকের। এই ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়ার দিন সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

নতুন যে সড়ক আইন পাস হতে যাচ্ছে তাতে দুর্ঘটনায় মৃত্যুর সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। অবশ্য কেউ যদি ইচ্ছা করে হত্যা করে আর তদন্তে যদি এটা প্রমাণ হয় তাহলে ৩০২ ধারায় বিচারের কথা বলা আছে।

তবে বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলা চলছে বর্তমান আইনেই। আর এই আইনেও এমন বিধান আছে।

গত ২৯ জুলাই কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় জাবালে নুর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করতে গিয়ে একটি উঠে যায় শিক্ষার্থীদের ওপর। এতে দুই জনের প্রাণহানি ছাতাও আহত হয় বেশ কয়েকজন যাদের ছয় জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পরদিন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি জানায় তার প্রথমেই ছিল বেপরোয়া চালকের ফাঁসির বিধান করা।

এরই মধ্যে মোট তিনটি বাসের চালক এবং দুর্ঘটনা ঘটানো বাসের মালিক গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

সড়ক মন্ত্রী বলেন, ‘অনুমোদন হওয়া আইনে আইনের পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের বিধান থাকবে, যদি সেটা তদন্তে হত্যার উদ্দেশ্যে প্রমাণিত হয়।’

‘বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর ক্ষেত্রে ৩০২ ধারার বিধান প্রযোজ্য হতে পারে।’

মন্ত্রী জানান, মন্ত্রিসভায় অনুমোদন হওয়া খসড়াটি সংসদে তোলার পর তা পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে উত্থাপিত হবে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে উত্থাপিত হবে। সকল স্টেকহোল্ডার ও সকলের সঙ্গে আলোচনা করে আইনটি জাতীয় সংসদে পাস করা হবে।

মন্ত্রী জানান, আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লাইসেন্স ও গাড়ির কাগজপত্র প্রদানের প্রতিষ্ঠান বিআরটিএ সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।

বিশেষ পরিস্থিতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই কর্মসূচি গ্রহণ করেছেন বলেও জানান মন্ত্রী।

ঢাকাটাইমস/০৬আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :