চট্টগ্রামে স্কুল-কলেজে ট্রাফিক পুলিশ মোতায়েন

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১৩:২৮ | আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ১৩:৩৮

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মঙ্গলবার থেকে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সোমবার বিকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রামের প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতনদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান, পরিচালনা কমিটি ও অভিভাবকেরাও অংশ নেয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। এর সাথে কিছু পদক্ষেপের কথাও জানিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিভিন্ন বিষয়গুলো আমরা চট্টগ্রামেও সমাধানের চেষ্টা করছি। মঙ্গলবার থেকে যতটুকু সম্ভব প্রত্যেক স্কুলের সামনে ট্রাফিক পুলিশ দেয়া হবে। সরকারি স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজের নিজস্ব ফান্ড থেকে বাস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, যতগুলো দাবি আছে তার সিংহভাগ মেয়র মহোদয় করবেন। তার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে মেয়রকে অনুরোধ করছি।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেজে/ওআর)