আগাম বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:২৩ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১৭:৫১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার চুয়েট কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে এই ঘোষণা করেন। ওই নোটিশে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রকে মঙ্গলবার বিকাল ৫টা ও ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

সকালে চুয়েট কর্তৃপক্ষ বৈঠকে বসে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এদিকে চুয়েট শিক্ষার্থীরা ক্লাজ বর্জন করে মঙ্গলবারও মিছিল সমাবেশ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশ মোতায়েন ছিল।

চুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম গণমাধ্যমকে জানান, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এজন্য তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছুদিন আগেই ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :