গৃহকর্মীকেও সব সুবিধা দিতে হবে: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:২৬ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১৯:১৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, একজন গৃহকর্মীকেও সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। তাকে দিয়ে অতিরিক্ত কাজ করাতে পারবেন না। আপনি একজন সরকারি কর্মচারী আপনার ডিউটি আট ঘণ্টা, সাপ্তাহিক ছুটিও রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, অতিরিক্ত কাজ করলে আপনার ওভার টাইম আছে। আপনার পড়ালেখার সুযোগ আছে, বিদেশ ভ্রমণেরও সুযোগ রয়েছে। তাহলে আপনার গৃহকর্মীর কেন সময় নির্ধারণ করা হবে না। তারও ছুটির ব্যবস্থা করতে হবে। তারও তো অধিকার আছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীন দেশে আপনার আমার অধিকারের জন্য যুদ্ধ করব। কিন্তু তাদের অধিকার কে দেবে। আমাদের সচেতন হতে হবে। আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে। তাহলেই আমরা গৃহকর্মীদের মূল্যায়ন করতে পারব।

ব্যুরো বাংলাদেশ টাঙ্গাইলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামছুজ্জামান ভুইয়া প্রমুখ।

জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ নেন। পরে দুস্থ, পঙ্গু ও অসহায় শ্রমিক এবং গৃহকর্মীদের মাঝে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় ১৭ জনের মাঝে ছয় লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৭আগস্ট/আরকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :