পুলিশের ধাওয়ায় গর্তে পড়ে ‘জুয়াড়ি’র মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ২১:৪০

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় ‘জুয়াড়ি’ সোহেল ভূঁইয়া নামে এক যুবক গর্তে পড়ে মারা গেছেন। নিহত সোহেল উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের ভূঁইয়া বাড়ির আ. লতিফ ভূইয়ার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় একদল জুয়াড়ি গজারিয়া এলাকায় জুয়া খেলছে এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার থানার ওসিকে জানান। এ খবর জেনে পুলিশ ঘটনাস্থলে গেলে জুয়াড়িরা দৌড়ে পালানোর সময় সোহেল নামে এই যুবক একটি গর্তে পড়ে যায়। এসময় পুলিশ তাকে গর্ত থেকে তুলে গ্রাম পুলিশ দিয়ে তার বাসায় পাঠিয়ে দেয়া হয়। বাসায় পৌঁছার কিছুক্ষণ পর রাত সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

নিহত সোহেল হৃদ রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়। ফলে ভয়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।

আবার কেউ কেউ বলছেন, পুলিশের পিটুনিতে মারা গেছে। তবে এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, এলাকার চেয়ারম্যানের অভিযোগে ঘটনাস্থলে পুলিশ পাঠালে জুয়াড়িরা পুলিশ দেখে দৌঁড়ে পালানোর সময় ওই যুবক গর্তে পড়ে আহত হয়। পরে তাকে গ্রাম পুলিশের সদস্যরা গর্ত থেকে উঠিয়ে বাড়িতে পৌঁছে দেয়। কিছুক্ষণ পরে সে তার নিজ বাড়িতে মারা যায়।

‘পুলিশের লাঠিপেটায় তার মৃত্যু হয়েছে’ এই অভিযোগ তিনি অস্বীকার করেন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :