বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ১৩:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী শুরু হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন প্রশাসনিক ভবনের নীচ তলায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঈশিতা রায়, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম, প্রভাষক শানিতা জামান স্মৃতি, মিলন মন্ডল, আশুরা খানম লিসা, ফারজানা ইসলাম, মেডিকেল অফিসার ডা. রোমানা আফরোজ প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচীতে প্রায় ২ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :